বিসিএস ক্যাডার চয়েজঃ কোন কোন ক্যাডার চয়েস দিব এবং সেগুলোর মধ্যে কোনটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েসে রাখব?

🌟🌟🔰 বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নিজের উপযোগী সঠিক ক্যাডার চয়েস নির্ধারণ। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব যেহেতু ভিন্ন ভিন্ন তাই প্রত্যেকের পছন্দেরও রয়েছে ভিন্নতা। ক্যাডার চয়েসের বিষয়টি একান্তই ব্যক্তির নিজের উপর নির্ভর করে। এক্ষেত্রে যার যে ক্যাডার ভালো লাগে সেটাই আগে দেয়া উচিত।

📍 কিন্তু আমারতো সব ক্যাডারই ভাল লাগে আমি কি করব?যদি আপনার নির্দিষ্ট কোনো পছন্দ না থাকে বা সব ক্যাডারই আপনার পছন্দ হয়ে থাকে অর্থাৎ আপনি কোনো নির্দিষ্ট ক্যাডার নয় বরং আপনি একটি চাকুরি খুঁজছেন তবে একটু ক্যাডারগুলোর ডিটেইলস জেনে পছন্দক্রম ঠিক করাই বুদ্ধিমানের কাজ হবে।

🔰 অনেকেই ভাবেন যে এটা প্রথম বিসিএস বা এ বছর ভাল প্রিপারেশন নিতে পারব না বা আমি ভাল ছাত্র না, তাহলে পররাষ্ট্র/পুলিশ/এডমিন এসব ক্যাডার দিয়ে লাভ নেই। এসব আমার হবে না। আপনি ভুল ভাবছেন। প্রিলি কিন্তু শুধুমাত্র বাছাই পরীক্ষা, এটা কোনো মার্ক যোগ করে না। আর লিখিত পরীক্ষায় পাস করলেই ভাইভা দেয়া যায়। আর ভাইভা সে তো একবছরের বেশি সময় পরের কথা, তাই এখনই ভাবতে হবে। টার্গেট ফিক্সড করতে হবে।

🔰 ক্যাডার চয়েস দেওয়ার সময় আপনি যে চাকরিতে নিজেকে দেখতে চান, সেই চাকুরিতেই আছেন এমনভাবে কল্পনা করে নেন এবং ভেবে দেখেন আসলেই এই চাকরি আপনি চাচ্ছেন কিনা, যদি উত্তর হ্যাঁ হয় তবে সেটি থাকবে ১ নম্বরে। কিন্তু কোনো কারনে ১ নম্বরের চাকরিটি না পেলে অন্য যে চাকরি বেছে নেবেন, সেটি থাকবে ২ নম্বরে। এভাবেই আপনার লিস্ট বড় হতে থাকবে। যে চাকরিগুলোর যে কোনোটি হলেই আপনি করবেন তার সবই আপনার লিস্টে স্থান পাওয়া উচিত। কিন্তু সুযোগ পেলেও করবেন না এমন কোনো চাকরি যদি থাকে তবে তা লিস্ট থেকে বাদ দেন।

🔥 অনেকেই হাসছেন- চাকরিই পাইনা, আবার কোনটা ভাল লাগে! না ভাই, চাকরি পাওয়াটা এখন আপনার কাছে মুখ্য হতে পারে কিন্তু যে চাকরিতে ঢুকবেন সেটাই আপনাকে করে যেতে হবে ২৫-৩০ বছর যদি পরিবর্তনের সুযোগ না পান। এমন উদাহরণ খোঁজ করলেই পেয়ে যাবেন যারা প্রথম বিসিএস বলে শিক্ষা ক্যাডার দিয়েছিল; পরে বয়স থাকা পর্যন্ত ভাইভা দিয়ে গেছে ক্যাডার চেঞ্জ করতে পারেনি। তাই ব্যাপারটাকে এত হালকাভাবে না নিয়ে সিরিয়াস হয়ে যান। আপনার জন্য সঠিক পছন্দক্রম ঠিক করুন।

🔥 অন্যের কাছ থেকে বুদ্ধি নিচ্ছেন? নিতে পারেন তবে আপনার জন্য সেটা সঠিক নাও হতে পারে। আপনার জন্য কোন ক্যাডার ভাল এটা আরেকজন বলে দিতে পারবে না। আপনারটা আপনাকেই ঠিক করতে হবে। যেমন ধরুন আপনি অনেক ভাল ছাত্র তাই অনেকেই আপনাকে পুলিশ প্রথম পছন্দ দিতে বলল। কারন সে জানে আপনি পরীক্ষায় ভাল করবেন এবং পুলিশ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি একটু লাজুক স্বভাবের হয়ে থাকেন তবে আপনি যত ভাল পরীক্ষাই দেন না কেন ভাইভার সময় তা প্রকাশ পাবেই। আর যারা ভাইভা নেয় তারা এত বোকা না যে শুধুমাত্র ভাল ছাত্র বলেই কাউকে পুলিশ বা এডমিন ক্যাডারে সুপারিশ করবে। তাই পরামর্শ অবশ্যই নিবেন কিন্তু ক্যাডার চয়েজ লিস্ট বুঝেশুনে নিজেই দিবেন। 🎯🎯🎯অগ্রীম শুভকামনা🎯🎯🎯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top