তিনটি শব্দের সমন্বয়ে GuruKlub শব্দটি গঠিত হয়েছে যথা: Guru + Knowledge + Club = GuruKlub
গুরুক্লাব বর্তমানে শুধুমাত্র বিসিএস পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য কাজ করে যাচ্ছে। পিএসসি বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্যও আপনার পছন্দমত এখান থেকে প্রস্তুতি নিতে পারেন।
না।
আমাদের উপস্থাপিত প্রশ্ন, উত্তর বা ব্যাখ্যা যদি আপনার ভুল/অস্পষ্ট মনে হয় বা কোথাও নতুন তথ্য সংযোজন করার প্রয়োজন মনে করেন তাহলে রিপোর্টের মাধ্যমে তা আমাদের জানাতে পারবেন।
এই বাটন ব্যবহার করে আপনি আপনার পছন্দমত সাবজেক্ট, সেকশন বা টপিকসে যেকোন প্রশ্ন/অপশন/ব্যাখ্যা সংযোজন করে আমাদের কাছে পাঠাতে পারবেন।
বিদ্রঃ যে প্রশ্ন আগে থেকেই গুরুক্লাবে সংযোজিত আছে, তা পুনরায় পাঠাতে পারবেন না। শুধুমাত্র নতুন প্রশ্ন পাঠাতে পারবেন।
শুধুমাত্র প্রশ্ন Search করতে পারবেন।
লাইব্রেরী তে ফিল্টার ব্যবহার করে যেকোন টপিকের সকল প্রশ্ন ক্রমানুসারে ব্যাখ্যাসহ পড়তে পারবেন।
Custom Exam দিয়ে আপনি আপনার পছন্দমত সাবজেক্ট, প্রশ্নসংখ্যা ইত্যাদি নির্ধারণ করে নিজেকে যাচাই করার সুযোগ পাবেন । এখানে আপনি সর্বেোচ্চ ২০০ প্রশ্নের পরীক্ষা দিতে পারবেন এবং ২০০ প্রশ্ন এক বা একাধিক বা সবগুলো সাবজেক্ট থেকে নির্বাচন করতে পারবেন।
লাইভ এক্সাম সাধারণত সপ্তাহে এক বা একাধিক দিন লাইভ টাইমে অনুষ্ঠিত হবে (নির্দিষ্ট সময়ের আগে বা পরে অংশগ্রহণ করা যাবে না), যার তারিখ ও সময় সিলেবাসসহ Exam Centre এ আগে থেকেই জানানো হবে। আপনি আগ্রহী হলে Join বাটনে ক্লিক করে আমাদের জানিয়ে রাখবেন এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
Profile থেকে আপনার ব্যক্তিগত তথ্য আপডেট করতে পারবেন। এছাড়া ইতোপূর্বে অংশগ্রহণ করেছেন এমন সকল পরীক্ষার পারফরমেন্স অর্থাৎ Exam Centre এর সকল তথ্যই আপনার Profile এ সংরক্ষিত থাকবে যেখান থেকে আপনার সামগ্রিক অবস্থা(Exam Summary) এবং সাবজেক্ট ভিত্তিক অবস্থা(Subject Success Rate) জানতে পারবেন, অংশগ্রহণ করা পরীক্ষাসমূহের ভুল উত্তরগুলো(Errors) একসাথে দেখতে পাবেন এবং আপনার বুকমার্ক (Save) করা প্রশ্নগুলো দেখতে পাবেন।
শুধুমাত্র Live Exam এর তথ্যের উপর ভিত্তি করে Live Exam Result প্রদর্শিত হয়ে থাকে।
এছাড়া যেকোন প্রশ্নের উত্তরের জন্য আমাদের Help & Support পেজের Contact Us এর মাধ্যমে আমাদের জিজ্ঞাসা করতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজেও জানাতে পারবেন।