৪৩তম বিসিএস আবেদন ফরম পূরণের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীদের নানা রকম প্রশ্ন থাকে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪৩তম বিসিএস আবেদনের সময় আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহীরা ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু শেষেরদিকে সার্ভারের সমস্যার জন্য অনেকেই এপ্লাই করতে পারেন না তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলুন। তবে আবেদনের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন পরিক্ষার্থীদের মনে; যেমনঃ আমি কি যোগ্য?আমার রেজাল্ট তো ভাল না, আমি কি এপ্লাই করতে পারব? আমি থার্ড ডিভিশন পেয়েছি, এপ্লাই করা যাবে? ক্যাডার চয়েজ কিভাবে দেব? ইত্যাদি ইত্যাদি হাজার প্রশ্ন। আজকে আবেদনের যোগ্যতা নিয়ে কিছু মানুষের দ্বিধা দূর করার চেষ্টা করব।
বিজ্ঞপ্তিতে বলা থাকে এইচএসসি পাসের পর চার বছর মেয়াদি ডিগ্রি (স্নাতক) থাকতে হবে।তাহলেই আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে যারা ডিগ্রি (পাস) কোর্সে পড়েছে তারা কি পরীক্ষা দিতে পারবে না? এর উত্তর দুটোই- হ্যাঁ এবং না। আপনি যদি শুধুই তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস) কোর্সে পড়ে থাকেন তবে বিসিএস দিতে পারবেন না। কিন্তু যদি আপনি তিন বছরের ডিগ্রি (পাস) কোর্স শেষ করার পরে দুই বছর মেয়াদী মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে কোনো বাঁধা নেই।
আপনি বিদেশ থেকে অনার্স ডিগ্রি অর্জন করেছেন? তাতে কোনো সমস্যা নেই। শিক্ষা মন্ত্রণালয়/ ইউজিসি থেকে সমমানের সার্টিফিকেট সংগ্রহ করে এপ্লাই করবেন।
রেজাল্ট খারাপ; এপ্লাই করতে পারবেন কিনা ভাবছেন? পুরো শিক্ষাজীবনে যদি একটির বেশি তৃতীয়বিভাগ (সমমানের জিপিএ) থাকে তবে পারবেন না। কিন্তু যদি একটিমাত্র তৃতীয় বিভাগ থাকে তবে আপনি আজকেই এপ্লাই করে ফেলুন।
বিজ্ঞপ্তির লিংক (Circular link):-
http://bpsc.teletalk.com.bd/bcs43/doc/circulation.pdf
নির্দেশাবলি (Instructions):-
http://bpsc.teletalk.com.bd/bcs43/doc/instructions.pdf
আবেদন ফর্ম (Application Form):-
http://bpsc.teletalk.com.bd/bcs43/home.php
বিপিএসসি টেলিটক সাইট (BPSC Teletalk site):-
SSC-2.81
HSC-3.00
DEGREE – 2.60
এই রেজাল্ট দিয়ে কি মাস্টার্স পরে বিসিএসের জন্য আবেদন করতে পারব
জি হ্যা। অবশ্যই পারবেন। এখন থেকেই প্রস্তুতি নিতে থাকেন। ধন্যবাদ
Ssc 4.22
Hsc 2.83
Degree running
Bcs ki somvob
আগে ডিগ্রী শেষ করেন, পরে মাস্টার্স দেন এবং বিসিএস প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েন, ধন্যবাদ
Ma/mss 1 year ses kore ke abadon kora ji,na 2 year ses korete hobe
আপনার মাস্টার্স এর সার্টিফিকেট থাকতে হবে, আর আপনি দুই বছরের নিচে (অনিয়মিত এর ক্ষেত্রে) সার্টিফিকেট পাবেন না যতটুকু জানি। অনার্স এর ক্ষেত্রে অনার্স রেজাল্ট দিয়েই এপ্লাই করতে পারবেন। ধন্যবাদ
আমি চার বছর মেয়াদী অনার্স করে
2. 17 পেয়েছি (যা থার্ড ক্লাস রেজাল্ট) তাই আমাকে সার্টিফিকেটে অনার্সের পরিবর্তে B. SC. (Pass) ডিগ্রি দেওয়া হয়েছে।
আমি কি বিসিএস দিতে পারব?
আপনার যদি শিক্ষাজীবনে আর কোনো থার্ড ক্লাস না থাকে তাহলে আপনি বিসিএস পরীক্ষার জন্য বিবেচিত হবেন। একাধিক থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয়। ভালোভাবে প্রস্তুতি নিন। ধন্যবাদ
অনেক অনেক অনেক ধন্যবাদ গুরুক্লাব। জ্বি, আর কোনো থার্ড ক্লাস নেই আমার।
ডিগ্রির যে সার্টিফিকেট দিয়েছে সেটা কোন ক্লাসের?1st class naki 2nd class?
আসসালামুয়ালাইকুম,আমি ডিগ্রীতে এডমিট আছি
বি এস সি পাশ কোর্সে
মাস্টার্স করে বিসিএস দেওয়া যায় তা জানি।
আমার বিষয় হচ্ছে বোটানি,জোলজি,ভুগোল
এই তিনটার একটা নিয়ে মাস্টার্স শেষ করবো।
এখন বিসিএস এ অনেক গুলো পদ আছে
আমি কি সব গুদামে এপ্লাই করতে পারব?
নাকি শুধু শিক্ষা ক্যাডারে?
আপনি জেনারেল সবগুলোতেই এপ্লাই করতে পারবেন। ধন্যবাদ
Degree kore jodi preli . to masters complete kora hoy taholeoto 4 years hobe, sekhtre ki preli. kore ki BCS deya jabe?
হ্যা যাবে। আপনি প্রস্তুতি শুরু করে দিন। শুভকামনা রইলো