চূড়ান্ত ক্যাডার পাওয়ার ক্ষেত্রে ক্যাডার চয়েজ লিস্টের(BCS Cadre Choice List)গুরুত্ব কতখানি?

☑️ বিসিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপঃ ফর্ম পূরণ। অনেকের কাছেই কথাটা হাস্যকর মনে হতেই পারে। কিন্তু ফর্ম পূরণের মাধ্যমেই কিন্তু বিসিএস জার্নি শুরু হয়। ভাববেন না ফর্ম পূরণ করা শিখাতে বসেছি। এটা এখন সবাই জানে। আর কারও যদি অজানাও হয়ে থাকে তবে পিএসসি ফর্ম পূরণের ইন্সট্রাকশনও দিয়ে দেয়, সেটা ফলো করলেই হয়ে যাবে। কথা বলতে যাচ্ছি ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ ধাপ ক্যাডার চয়েজ নিয়ে। আগেও বলেছি, আজকে আলোচনা হবে চূড়ান্ত ক্যাডার পাওয়ার ক্ষেত্রে চয়েজ লিস্টের গুরুত্ব কতখানি তা নিয়ে।

☑️ ক্যাডার চয়েজ লিস্ট মূলত আপনার পরীক্ষার একটি পার্টে সবথেকে বেশি প্রভাব ফেলে- সেটি হল ভাইভা। আর ভাইভাতে কিন্তু ২০০ মার্ক থাকে। তাই চয়েজ লিস্টটাই সবচেয়ে বেশি যত্ন নিয়ে করতে হয়। ধরেন আপনার প্রথম পছন্দ এডমিন, এরপর ক্রমান্বয়ে অডিট, কাস্টমস, ট্যাক্স ইত্যাদি। ফর্মপূরণের সময় চিন্তাভাবনা না করেই এই লিস্ট আপনি বানিয়েছিলেন। ভাইভার সময় গিয়ে দেখলেন ভুল হয়ে গেছে কারন এডমিন প্রথম পছন্দ হিসেবে ভাইভা ফেস করার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী আপনি নন। ভাইভা বোর্ডে গিয়ে বললেন থুক্কু, স্যার ভুল হয়ে গেছে আমি আসলে ট্যাক্স প্রথম চয়েজ দিতে গিয়ে এডমিন দিয়ে ফেলেছি। পরমূহুর্তে আপনি নিজেকে বোর্ডের বাইরে দেখবেন। তাই এখনই ভাইভার কথা মাথায় নিতে হবে এবং সে অনুযায়ী চয়েজ ঠিক করতে হবে। শখের বসে প্রথম পছন্দ দিলেন পররাষ্ট্র কিন্তু প্রিপারেশন নাই- এমন না হওয়াই ভালো। তাহলে আপনার কি করা উচিত???

☑️ কোন ক্যাডারের কাজ কি? কোন ক্যাডারে কি কি সুযোগ সুবিধা আছে? কোন ক্যাডারে প্রমোশন ভালো? কোন ক্যাডারে থাকলে মানুষ আপনাকে দাম (!!) দেবে? কোন ক্যাডারে বিদেশ ভ্রমণের সুযোগ বেশি? কোন ক্যাডারে থাকলে পরিবারকে সময় বেশি দিতে পারবেন? কোন ক্যাডারে থাকলে মানুষের উপকার করার সুযোগ বেশি থাকবে? কোন ক্যাডারে থাকলে নিজেকে সময় দিতে পারবেন? – এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেন।

☑️ এরপর দেখেন আপনার চাওয়ার সাথে কোন ক্যাডার মিলে যায়। ব্যস এপ্লাই করে ফেলেন। তাহলে আপনি লিখিত পরীক্ষার বৈতরণী পার করে যখন ভাইভাতে যাবেন তখন আর আপনাকে ভান করতে হবেনা। আপনার এই সাহসই আপনাকে ভাইভাতে ভাল মার্কস এনে দেবে। আর আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ক্যাডার সার্ভিস। তাহলে আর দেরি কেন? প্রশ্নগুলোর উত্তর খুঁজুন আর সঠিক চয়েজ লিস্ট দিয়ে এখনই এপ্লাই করে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top