যারা প্রথমবার বিসিএস প্রস্তুতি নিচ্ছেন বা একাধিকবার পরীক্ষা দিয়েছেন তারা Previous Questions এর ১০ম থেকে বর্তমান পর্যন্ত সকল বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ে ফেলবেন (অভিজ্ঞরা এটা আগেই করেছেন তাই না করলেও চলবে)। আমাদের অ্যাপ থেকেই পড়বেন কারণ আমাদের ব্যাখ্যাসমূহ আপনাকে ঐ টপিকস সম্পর্কে পূণাঙ্গ ধারণা দিবে এবং নিজেকে যাচাইয়ের জন্য Exam Mode সহ Practice Mode পাবেন তাই সহজেই এগুলো আয়ত্বে চলে আসবে। প্রয়োজনে নোট রাখবেন, পরবর্তীতে Revision দেয়ার জন্য।
Previous Questions আয়ত্বে চলে আসলে বিসিএস পরীক্ষার ধরণ, প্রশ্নের প্যাটার্ণ, কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ এসব বিষয়ে আপনার একটা ধারণা চলে আসবে। এবার আপনাকে টপিক ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। এজন্য আমাদের লাইব্রেরী (Library) এর প্রত্যেকটা টপিকস ধরে ধরে পড়তে পারেন, Topic Exam দিয়ে বোঝার চেষ্টা করবেন ঐ টপিকস আপনার কতটুকু আয়ত্বে আসছে, এখানে বলে রাখা ভালো, আমরা প্রতিদিনই নতুন নতুন প্রশ্ন ব্যাখ্যাসহ অ্যাপে সংযোজন করছি এবং অ্যাপ ব্যবহারকারীও প্রতিদিন Add a new question ফিচার ব্যবহার করে নতুন নতুন প্রশ্ন আমাদের সিস্টেমে সংযোজন করছে, তাই আপনার পড়ে ফেলা টপিকস এ ফিরে গিয়ে মাঝে মাঝেই আবার Topic Exam দিয়ে আসবেন দরকার হলে রিভিশন এর জন্য একটা দিন নির্ধারণ করে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পড়লেন আর ভুলে গেলেন তাহলে প্রস্তুতি নিয়ে কখনোই কনফিডেন্স পাবেন না।
আবার, আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির যে রোডম্যাপ (Roadmap) আছে ঐখানকার প্রত্যেকটা কার্ড ধরে ধরে টপিকগুলো শেষ করে এক্সাম দিয়ে পাশ মার্কস পেয়ে পরের কার্ডে যেতে পারেন, সেক্ষেত্রে টপিকস সিরিয়াল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কারণ অ্যাপই আপনাকে গাইড করবে আর ঐ টপিকস সমূহে আপনি পাস না করে পরের কার্ডে যেতেও পারবেন না। মুল বিসিএস পরীক্ষায় বসার আগে এই পূর্ণাঙ্গ রোডম্যাপ (Roadmap) বা কার্ডসমূহ আপনাকে অন্তত দুইবার শেষ করতে হবে তাতে আপনার রিভিশন হয়ে যাবে এবং আমরা প্রতিনিয়ত যে নতুন প্রশ্নগুলো যুক্ত করছি সেটাও জানা হয়ে যাবে। তাতে পরীক্ষার হলে আপনি আরো বেশি কনফিডেন্স পাবেন।
মুল পরীক্ষার আগে অবশ্যই গেইম (Level up Game) এর লেভেল ১০০ পর্যন্ত যাবেন, আপনি যদি যেতে না পারেন যারা ১০০ লেভেল অতিক্রম করবে তারা আপনার থেকে বিসিএস দৌড়ে এগিয়ে থাকবে। যত বেশি লেভেলে যাবেন ততই কঠিন প্রশ্ন আসতে থাকবে। গেইম এর মাধ্যমে আপনি প্রস্তুতির সেরা অবস্থাটা পাবেন।
পারেন বা না পারেন প্রতিদিনই এক্সাম সেন্টার (Exam Centre) এর পরীক্ষাগুলো এক বা একাধিকবার দিবেন। তাতে প্রস্তুতি ধীরে ধীরে মজবুত হবে এবং পরীক্ষার হলের টাইমিং এর সাথে অভ্যস্থ হয়ে পড়বেন। তাছাড়া আমরা যখনই লাইভ এক্সাম (Live Exam) নিবো তথনই অংশগ্রহণ করবেন তখন আপনি আপনার প্রকৃত অবস্থাটা অন্যান্য পরীক্ষার্থী সাপেক্ষে বুঝতে পারবেন।
অ্যাপ এর ইনফোসেন্টার (InfoCentre) এ প্রতিদিন চোখ বুলাতে ভুলবেন না
প্র্যাক্টিস (Practice) এ গিয়ে প্রতিদিনই সাবজেক্টভিত্তিক বা সেকশনভিত্তিক বা টপিকস ভিত্তিক (Filter your question) বা র্যান্ডম প্র্যাক্টিস করবেন। এতে আপনি জানার ফ্লোতে থাকবেন এবং রিভিশনও মজবুত হবে।
অ্যাপ এর Revision নিয়মিত ব্যবহার করবেন, আপনি যতগুলো পরীক্ষা দিছেন বা দিবেন, সেখানে ভুলগুলো (Errors) এবং স্কিপ করে যাওয়া (Unanswered) প্রশ্নগুলো এবং আপনার বুকমার্ক (Bookmark) করা প্রশ্নগুলো পাবেন লিস্ট আকারে যেখানে আপনি প্রত্যেকটার উপরে আলাদা এক্সাম দিতে পারবেন এবং উত্তর সঠিক হলে এখান থেকে চলে যাবে ফলে আস্তে আস্তে আপনার ভুল/স্কিপ এর সংখ্যা কমতে থাকবে।
Consistency Beats Talent, Luck, Good Intentions, and Even Quality.
Mind it and Just maintain Consistency.
একদিনে আপনার প্রস্তুতি স্ট্রং হবে না, ধীরে ধীরে হবে। কে আপনার চেয়ে বেশি মেধাবী বা বেশি জানে এদিকে খেয়াল করার দরকার নেই। নিয়মিত মনোযোগ দিয়ে GuruKlub অ্যাপ ব্যবহার করলে আপনিও একদিন তাদেরকে টপকে যেতে পারবেন ইনশাল্লাহ।
একটা জিনিস মনে রাখবেন, ‘ভালো পরীক্ষা দিছি’ এই আত্মতৃপ্তির ঢেকুর তোলার পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি না, এখানে ভালো পরীক্ষা দিয়ে লাভ নেই, যতজন উপরের দিকে থাকবে (ধরুন ১০,০০০), তাদেরকে রেখে বাকিদেরকে বাদ দিয়ে দিবে। তাই এটা ১০,০০০ জনকে বাছাইয়ের যেমন পরীক্ষা তেমনি বাকিদের ছাটাইয়ের জন্যও পরীক্ষা। এ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি বাছাই অংশে থাকবেন নাকি ছাটাই অংশে
সবার জন্য অগ্রিম শুভকামনা।