পুলিশ ও আনসার ক্যাডারে আবেদন করতে হলে ন্যুনতম উচ্চতা ছেলেদের ক্ষেত্রে ৫’৪” বা ১৬২.৫৬ সেমি আর মেয়েদের ক্ষেত্রে ৫’০” বা ১৫২.৪০ সেমি থাকতে হবে। উচ্চতার এই শর্ত পূরণ না হলে আপনার ক্যাডার পছন্দ তালিকায় এ দুটি ক্যাডারকে বাদ দিয়ে ভাবুন।
পুলিশ ও আনসার ব্যতীত অন্যান্য ক্যাডারের জন্য ন্যূনতম উচ্চতা পুরুষ প্রার্থীদের ৫.০” বা ১৫২.৪০ সেমি, নারী প্রার্থীদের ৪’১০” বা ১৪৭.৩২ সেমি থাকতে হয়। এর চেয়ে কম উচ্চতাসম্পন্ন প্রার্থীরা বিসিএসে আবেদন করতে পারবেন কি? বেশি না ভেবে এপ্লাই করে ফেলুন আজকেই কারন আজ পর্যন্ত পুলিশ বা আনসার ব্যতিত অন্য ক্যাডারে সুপারিশকৃত কোন প্রার্থীকে শুধু উচ্চতার কারনে বাদ দেওয়া হয়েছে এমন উদাহরণ পাওয়া যায় না। তবে তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদানকে আমরা নিরুৎসাহিত করি। আপনার উচ্চতার সঠিক তথ্য আপনি দেন, এরপরের সিদ্ধান্ত পিএসসির, তাই সেটা করার সুযোগ তাদেরকেই দেন।