আপনাকে ধীরে ধীরে দক্ষ করে তোলার জন্য এখানে আপনি লেভেল অনুযায়ী প্রশ্ন পাবেন, একের পর এক লেভেল অতিক্রম করতে থাকবেন; লেভেল যত বাড়তে থাকবে-প্রশ্ন তত কঠিন হতে থাকবে এবং আপনার শেখাটা সঠিক ভাবে হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য মাঝে মাঝে চ্যালেঞ্জ পাবেন যেখানে প্রতিটা চ্যালেঞ্জের নিয়মকানুন বা শর্তাবলি উল্লেখ করা থাকবে। গেইম এর সাধারণ নিয়মগুলো যেগুলো সব জায়গাতে কমন থাকবেঃ
১। সবসময়ই আপনার টাগের্ট স্কোর থাকবে। আপনার কাজ হচ্ছে টাগের্ট এ পৌছানো। প্রতিটি সঠিক উত্তরের জন্য যে স্কোর পাবেন, ভুল উত্তরের জন্য তার অধের্ক স্কোর আপনার প্রাপ্ত স্কোর থেকে মাইনাস যাবে এবং একটি করে হার্টস আপনার টোটাল হার্টস থেকে মাইনাস যাবে
২। প্রতিবার উত্তর করার পরে ২ সেকেন্ড পরে নতুন প্রশ্ন পাবেন, এই ২ সেকেন্ড এর মধ্যে স্ক্রিন এর যেকোন জায়গায় প্রেস করে রাখলে আপনি যতক্ষণ খুশি প্রশ্নটিকে স্ক্রিনে হোল্ড করে রাখতে পারবেন, প্রেসিং ছেড়ে দিলে নতুন প্রশ্ন চলে আসবে
৩। রিপোর্ট বাটনে ক্লিক করলে ২ নং এর মত স্ক্রিন হোল্ড হয়ে থাকবে।
৪। প্রতিবার স্কিপ করলে নতুন প্রশ্ন পাবেন, এর জন্য একটি করে হার্টস মাইনাস যাবে কিন্তু আপনার প্রাপ্ত স্কোর কমবে না, যা ছিলো তাই থাকবে।
৫। স্ক্রিনে প্রশ্ন থাকাকালীন স্ক্রিন থেকে বের হয়ে গেলে তা যে কারণেই হোক না কেন, ৪ নং অনুযায়ী অর্থাৎ স্কিপ হিসাবে গণনা করা হবে।
প্রতিটি লেভেল এর জন্য
১। প্রতিটি লেভেল এর টার্গেট স্কোর থাকবে এবং প্রতিটি সঠিক স্কোর এর জন্য ১০ স্কোর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ৫ করে স্কোর আপনার প্রাপ্ত স্কোর মাইনাস যাবে
২। প্রতিটি প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে, কিছু প্রশ্নের জন্য যেমন: গণিত, মানসিক দক্ষতা ইত্যাদি পশ্নের জন্য প্রয়োজন অনুযায়ী সময় বেশি থাকবে
২। প্রতিটি লেভেল কমপ্লিট করে পরবর্তী লেভেল এ পৌছালে একটা নির্দিষ্ট সংখ্যক হার্টস বোনাস পাবেন। লেভেল যত বাড়তে থাকবে, প্রশ্ন তত কঠিন হতে থাকবে। তাছাড়া কয়েকটা লেভেল পরপর বাড়তি কিছু মাইলস্টোন হার্টস বোনাস পাবেন।
চ্যালেঞ্জ এর জন্য
১। চ্যালেঞ্জ আপনাকে দুটো কারণে দেয়া হবে – প্রথমত, আপনার বিগত লেভেলগুলোর শেখাটাকে শাণিত করার জন্য এবং দ্বিতীয়ত, পরীক্ষার হলের মত করে টাইম ম্যানেজমেন্ট এ অভ্যস্ত করে আপনাকে প্রস্তুত করার জন্য; তাই কখনো চ্যালেঞ্জ স্কিপ করবেন না
২। চ্যালেঞ্জ তিন রকমের হতে পারে; (ক) আনলিমিটেড প্রশ্ন এবং আনলিমিটেড সময়ের মধ্যে শুধুমাত্র টার্গেট স্কোর পূর্ণ করতে হবে, (খ) আনলিমিটেড প্রশ্ন পাবেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট স্কোর পূরণ করতে হবে, (গ) নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন পাবেন এবং নির্দিষ্ট টার্গেট স্কোর পূরণ করতে হবে।
৩। সবসময় টার্গেট স্কোর থাকবে এবং চ্যালেঞ্জ এর শর্ত অনুযায়ী আপনি জয়ী হলে বোনাস হিসাবে হার্টস পাবেন, সঠিক উত্তরের জন্য ১(এক) প্রাপ্ত স্কোরে জমা হবে এবং ভুল উত্তরের জন্য .৫(দশমিক পাঁচ) স্কোর থেকে মাইনাস যাবে। মাঝে মাঝে বিসিএস পরীক্ষা বা অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী ও চ্যালেঞ্জ পাবেন। তাই অবশ্যই চ্যালেঞ্জ এর সাথে অভ্যস্ত হতে থাকুন, পরীক্ষার হলে গিয়ে পরিবেশটা পরিচিত মনে হবে।
wellcome,guruklup
It is very helpful for me.
Excellent idea.